বৈরি বিশ্বে মানুষের আবির্ভাব তার সৃষ্টিশীলতা ও অনুপ্রেরণার উৎস। শিক্ষা এক্ষেত্রে বুদ্ধিমান ও সংবেদনশীল মানব জাতির এক বড় হাতিয়ার। এই মূলমন্ত্রকে সামনে রেখেই ২০০৭ খ্রি: ‘এসো আলোকিত মানুষ হই’ এই বার্তা নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও সুপরিকল্পিত পাঠদান পদ্ধতির মাধ্যমে ‘মহানগর আইডিয়াল কলেজ’ উচ্চ মাধ্যমিক শ্রেণিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে একটি সফল নির্ভরযোগ্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীর মননশীলতাকে কাজে লাগিয়ে তার প্রতিভার সৃজনশীল বিকাশ সাধন করা শিক্ষা কার্যক্রমের অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে আসছে। এ সাফল্যের মূলে রয়েছে শিক্ষা বান্ধব পরিবেশ, উন্নত পাঠদান পদ্ধতি, অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।
শিক্ষাস্তরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং অর্জিত জ্ঞানের গভীরতা দ্বারাই একজন শিক্ষার্থীর শিক্ষার ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই মূল বিষয়টিকে সামনে রেখেই শিক্ষার্থী যাতে বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জন করতে পারে সেজন্য মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রতিটি বিষয়ে নিবিড় পাঠদানের পাশাপাশি সাপ্তাহিক, মাসিক ও পর্ব পরীক্ষার মাধ্যমে অত্র কলেজে পাঠের অগ্রগতি যাচাই করে শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বোপরি শিক্ষার্থী যাতে উন্নত নৈতিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে এ উদ্দেশ্যেই এই কলেজে সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আর এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শিক্ষা উপদেষ্টা
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মহানগর আইডিয়াল কলেজ (অব.)
সাবেক অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ