মহানগর আইডিয়াল কলেজ

প্রতিষ্ঠিত: ২০০৮ খ্রিষ্টাব্দ, ইআইআইএন: ১৩৪৫৭৯

  • Mohanagar Ideal College - Slide
  • Mohanagar Ideal College - Slide
Mohammad Mamun Mia, Principal

মুহাম্মদ মামুন মিয়া

অধ্যক্ষ

“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” মহান রাব্বুল আল আমীনের এই শাশ্বত নির্দেশনাকে প্রত্যয় করে নির্মাণ করা হয়েছে “মহানগর আইডিয়াল কলেজ”। ক্যাডেট কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক কয়েকজন অভিজ্ঞ এবং উদ্যোগী শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই প্রতিষ্ঠানটি। তাঁদের চিন্তা চেতনায় এবং মননে শুধু একটাই স্বপ্ন মুগদাপাড়া, মান্ডা, খিলগাঁও, বাসাবো, মায়াকানন, মানিকনগর, ধলপুর, কমলাপুর, মাদারটেক এলাকায় একটি উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠানের অন্তরালে কাজ করছেন মনোয়ারা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং খ্যাতি সম্পন্ন ডাক্তার মনোয়ারা সুলতানা। শিক্ষানুরাগী এবং সমাজসেবী জনাব মুহাম্মদ সেকেন্দার হোসেন এই প্রতিষ্ঠানের সভাপতির  দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাঁর নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুটা ক্যাডেট কলেজের আঙ্গিকে পাঠ্যক্রমের সাথে সাথে সহপাঠ্যক্রম রাখা হয়েছে। শিক্ষাদান ও নিয়ম শৃংখলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো আমাদের শিক্ষানীতি। এই লক্ষ্যে ‘মহানগর আইডিয়াল কলেজ’ এর উপদেষ্টাম মন্ডলীর সুচিন্তিত বিধি-বিধান, অভিভাবকদের গ্রহণীয় পরামর্শ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মানস গঠনের চেষ্টা করা হয়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের চিত্তবিনোদনের জন্য লেখাপড়ার পাশাপাশি আছে অডিও ভিজ্যুয়েল প্রজেক্টর এবং বাৎসরিক শিক্ষাসফর। লেখাপড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের চরিত্র ও ব্যক্তিত্বের সুষ্ঠু গঠন ও বিকাশের প্রতিও বিশেষ লক্ষ্য রাখা হয়। এর পেছনে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা। সর্বোপরি এই কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

 

অধ্যক্ষ
বি এ (অনার্স) এম এ (ইংরেজি)
এম এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)